Country

1 month ago

Mp weather today: মধ্যপ্রদেশে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Heavy rain in Madhya Pradesh
Heavy rain in Madhya Pradesh

 

ভোপাল, ১৭ জুলাই : টানা বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। বিগত এক মাসের প্রবল বৃষ্টিতে রাজ্যের ৫৪টি বড় বাঁধের জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। জোহিলা, বারগি, বানসাগর, সতের মতো ড্যামে খুলতে হয়েছে গেট। বৃহস্পতিবার আবহাওয়া দফতর গোয়ালিয়র সহ ১২টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবহবিদ অরুণ শর্মা জানিয়েছেন, রাজ্যের উপর দিয়ে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা। এবারে বর্ষায় মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত গড়ে ১৮.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৭২ শতাংশ বেশি। পূর্ব মধ্যপ্রদেশে বর্ষা সবথেকে বেশি সক্রিয়।


You might also like!