Country

1 month ago

PM Modi :পাঁচদেশীয় সফর শেষ, মাতৃভূমিতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদী

pm modi five nation tour
pm modi five nation tour

 

নয়াদিল্লি, ১০ জুলাই : সফল পাঁচদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালে মাতৃভূমিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া-সহ পাঁচটি দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভারতে ফিরেছেন। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭-তম ব্রিকস শীর্ষ সম্মেলনেও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পাঁচদেশীয় সফরের একেবারে শেষে প্রধানমন্ত্রী মোদী যান নামিবিয়ায়। সেখান থেকে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হন, আর বৃহস্পতিবার স্বদেশ ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী।


You might also like!