Country

18 hours ago

GST Council Meeting : জিএসটি কাউন্সিলের ৫৬-তম বৈঠক শুরু, দুই দিন নানা বিষয়ে হবে আলোচনা

GST Council meeting today
GST Council meeting today

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর: জিএসটি কাউন্সিলের ৫৬-তম বৈঠক বুধবার নতুন দিল্লিতে শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুই দিনের এই বৈঠকের সভাপতিত্ব করছেন। জিএসটি কাউন্সিল ভারতের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে করের হারের যৌক্তিকীকরণ এবং সম্মতির সরলীকরণ। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, দিল্লি, গোয়া, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মেঘালয় এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
অরুণাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী, মণিপুরের রাজ্যপাল এবং বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরাও বৈঠকে অংশ নিচ্ছেন। অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী পয়্যাভুলা কেশব বলেছেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রস্তাবিত জিএসটি ক্ষেত্রের প্রধান সংস্কারগুলিকে তাঁর দল সমর্থন করবে। তিনি বলেছেন, বেশিরভাগ সংস্কার সাধারণ মানুষ এবং দরিদ্রতমদের সাহায্য করবে। কেশব বলেছেন, সংস্কারগুলি দেশের অর্থনীতিকেও প্রসারিত করবে।

You might also like!