দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিম খেতে কমবেশী সবাই পছন্দ করে ,ডিম যেমন সহজ লভ্য তেমনই সহজ পাচ্য ও বটে। এর পুষ্টিগুন ও কম নয়। বিশেষজ্ঞদের মতে, ডিম সবচেয়ে পুষ্টিকর। পুষ্টিবিদরাও রোজকার ডায়েটে ডিম রাখার পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে, ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন রয়েছে এছাড়াও এতে ভিটামিন বি১২, ভিটামিন ডি, অ্যান্টি- অক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাবার।
তবে ডিম সিদ্ধ করতে গেলে অনেক সময়ই তা ফেঁটে যায় , তবে এমন কিছু টিপস বাতলে দিতে পারি যাতে সিদ্ধ করলে ডিম আর ফাঁটবে না।
* ডিম সিদ্ধ করতে চাইলে বড় পাত্রে জল গরম করুন। পাত্রটি এতটাই বড় নিন যাতে একটা সঙ্গে অন্য ডিমের ধাক্কা না লেগে যায়।
*পাত্রের জল ফুটে উঠলে তাতে অল্প একটু নুন দিন।
* জল ফুটে উঠলে আঁচ কম করে ডিম সিদ্ধ হতে দিন।
*ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আভেন বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিন।
*এ বার গরম জল থেকে বের করে ঠান্ডা জলে ডিমগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
এমন ভাবে ডিম সিদ্ধ করলে ডিম ফাঁটবে না, এবং ডিমের খোসা ছাড়াতেও সুবিধা হবে।