Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Business

1 year ago

Stocks in Diwali: কালীপুজোর মরসুমে চড়চড়িয়ে বাড়ছে মদের শেয়ারের দাম

Liquor stock prices are soaring during the Kalipuja season (File Picture)
Liquor stock prices are soaring during the Kalipuja season (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলোর উৎসবে মেতে উঠতে ইতি মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দেশ। এদিকে অনেকেই আবার এই উৎসবের সময়কেই পছন্দের বিনিয়োগের সময় হিসাবে বেছে নেন। দিওয়ালির ১ ঘণ্টার মুহরত ট্রেডিংয়ের শুভক্ষণকে বিনিয়োগের মোক্ষম সময় হিসাবে বেছে নেন অনেকে। পুরনো স্টক বেচে নতুন স্টক কেনার দিকেও মন দেন অনেকে। এদিকে প্রতি বছরই উৎসবের আবহে গোটা দেশে মদের বিক্রি বহুগুণ বেড়ে যায়। শুধুমাত্র এবার দুর্গাপুজোতে বাংলায় বিক্রি হয়েছে প্রায় ৬০০ কোটির মদ। সামনেই কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই আবহে শেয়ার মার্কেট থেকে ভাল লাভ পেতে হলে অবশ্যই নজরে থাকতে পারে বেশ কিছু মদের শেয়ারে। 

নজর রাখতে পারেন United Spirits, Radico Khaitan, Sula Vineyards, Globus Spirits, Tilaknagar Industries এর শেয়ারে। United Spirits Ltd-এর বর্তমানে একটি শেয়ারের দাম ১ হাজার ৭০ টাকা। বিগত কয়েকদিন ধরেই এই শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুধুমাত্র শুক্রবারই দাম বেড়েছে ১৩ টাকার উপরে। খানিক এগিয়ে রয়েছে Radico Khaitan এর শেয়ার। বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ১৩২০ টাকা। শুক্রবার একটি স্টকটির দাম বেড়েছে ৪০ টাকারও বেশি। 

পিছিয়ে নেই Sula Vineyards Ltd. বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ৪৭৫ টাকার উপরে। গত শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকারও বেশি। অন্যদিকে শীর্ষ তালিকায় থাকা Globus Spirits এর বর্তমানে শেয়ার প্রতি দাম ৮৩০ টাকার বেশি। গত শুক্রবার মার্কেট বন্ধের দিন শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১৯ টাকা। দাম কিছুটা কম হলেও ভাল লাভ দিচ্ছে Tilaknagar Industries এর প্রতিটা স্টক। বর্তমানে এই সংস্থার এক একটি স্টকের দাম ২৩৯ টাকা। গত শুক্রবার একদিনে দাম বেড়েছে ২৫ টাকারও বেশি। 

You might also like!