West Bengal

10 months ago

Jaynagar School girl Murder Case : শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে ধুন্ধুমার জয়নগরে; পুলিশ ক্যাম্পে আগুন, বিক্ষোভ জনতার

Crime (symbolic picture)
Crime (symbolic picture)

 

জয়নগর, ৫ অক্টোবর : স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগকে ঘিরে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। থানা ঘিরে ফেলা হয়, থানায় ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামানো হয়েছে। পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ।

শুক্রবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত মেয়েটি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবার জানিয়েছে, প্রতি দিনের মতো শুক্রবারও সে মহিষমারি হাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। কাছেই বাজারে ছিল তার বাবার দোকান। টিউশন শেষে দোকানে বাবার সঙ্গে দেখাও করেছিল সে। তার পর একাই বাড়ি ফিরছিল। কিন্তু পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর ফেলে দেওয়া হয়েছে পুকুরে। অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, শুক্রবার ওই শিশুর পরিবারের অভিযোগকে প্রথমে গুরুত্ব দেয়নি পুলিশ। শনিবার সকাল থেকে জয়নগর থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা।

শনিবার সকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে চড়াও হন মানুষ। থানার ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।


You might also like!