kolkata

3 hours ago

Agnimitra Paul:হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ, হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পল

Agnimitra Paul health update
Agnimitra Paul health update

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বুধবার গভীর রাতে আচমকা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বিজেপিতে যোগদানের পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করেন অগ্নিমিত্রা পল।  নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে নিয়মিত যান তিনি। যোগাযোগ রাখেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। দলের যাবতীয় কর্মসূচিতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। রাতেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বিজেপি বিধায়কের অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

প্রসঙ্গত, আগামিকালই বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর উদ্বোধনের পাশাপাশি দমদমে সভা করবেন তিনি। স্বাভাবিকভাবেই বঙ্গবিজেপির নেতা-নেত্রীরা সেখানে আমন্ত্রিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অগ্নিমিত্রা পল মোদির অনুষ্ঠানে আদৌ উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিধায়ককে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনও জানা যায়নি। ছাড়া পেলেও বেশ কয়েকদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে বলেই খবর।  

You might also like!