Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Travel

1 year ago

Sikkim : পঞ্চমী থেকেই খুলতে চলেছে ধসে যাওয়া ১০ নম্বর জাতীয় সড়ক

Reopen  National Highway 10 (File Picture)
Reopen National Highway 10 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার থেকে খুলে গিয়েছে সিকিমের ছাঙ্গু, বাবামন্দির সহ একাধিক জায়গা।  পঞ্চমী থেকেই শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত শুরু হয়ে যাচ্ছে। বিপজ্জনক জায়গা বাদ দিয়ে কোথায় কোথায় যেতে পারেন পর্যটকরা তাঁর একটা তালিকা দিয়ে দিয়েছে সিকিম সরকার। ফলে পুজোয় যাঁরা বুকিং বাতিল করার কথা ভাবছিলেন, তাঁরা চাইলে অন্যরকম ভাবতেই পারেন।  

১৫ দিন বন্ধ থাকার পর খুলে যেতে চলেছে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক। এমনটাই খবর মিলেছে পূর্থ দফতর সূত্রে। দেবীর বোধনের একদিন আগেই মিলতে পারে স্বস্তি। আবহাওয়া যদি নতুন করে বিরূপ না হয়, তাহলে এর অন্যথা হবে না। এমন সম্ভাবনার ইঙ্গিতই দিচ্ছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। পূর্ত দফতরের যে সমস্ত বাস্তুকাররা সড়ক মেরামতির কাজ করছেন, তাঁরা সরকারিভাবে কিছু না  জানালেও  সংবাদমাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন, পঞ্চমী থেকেই ১০ নং জাতীয় সড়ক দিয়ে যান চলাচল চালু হয়ে যেতে পারে। পাথর, মাটি ফেলে এবং গার্ডওয়াল তৈরি করে যাতায়াতের মতে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তবে পাকাপাকি রাস্তা এত তাড়াতাড়ি সম্ভব নয়। এটি আপাতত জরুরিকালীন বন্দোবস্ত। তবে এতে যাতায়াত করতে কোনও অসুবিধা হবে না।  সেবক ও তিস্তার মাঝে কালিঝোরা এবং লিকুভিরে ধসের জেরে দীর্ঘ দিন যাবৎ বন্ধ রয়েছে জাতীয় সড়ক। যার কারণে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের যোগাযোগ চলছে  মূলত ঘুরপথে। তবে খুব সম্ভবত সেই ঝক্কি থেকে এবার মিলবে স্বস্তি। পূর্ত দফতর সূত্রে খবর, অত্যন্ত দ্রুত গতিতে জাতীয় সড়ক সংস্কার চলছে।  

পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নাথু লা ও ছাঙ্গু লেক। সিকিম পর্যটন দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। ১৭ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকেই নাথু লা ও ছাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে সিকিম সরকার। প্রসঙ্গত, সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হল  নাথু লা, বাবা মন্দির, ছাঙ্গু লেক। পুজোর আগে এই পর্যটন স্থলগুলি সিকিম প্রশাসন খুলে দেওয়ায় খুশি বাঙালি পর্যটকরাও। 

You might also like!