Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Travel

1 year ago

Sikkim : আন্তর্জাতিক ট্যুরিজমে বিরাট স্বীকৃতি সিকিমের

Sikkim (File Picture)
Sikkim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক ট্যুরিজমে বিরাট স্বীকৃতি পেল সিকিম। এশিয়ার তিনটি শীতলতম ডেস্টিনেশনের মধ্যে জায়গা করে নিল সিকিম। ট্রাভেল সংক্রান্ত ন্যাশনাল জিওগ্রাফিকের একটি সমীক্ষায় পর্যটকদের মতামতের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে।  

সম্প্রতি ন্যাশানাল জিওগ্রাফির তরফে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে বলা হয়েছে, আগামী বছর পর্যটকদের শীতলতম গন্তব্যগুলির মধ্যে অন্যতম হতে চলেছে সিকিম। সিকিমে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে।বাংলাদেশ ও পশ্চিমবাংলার মানুষের কাছে দার্জিলিংয়ের পরই সিকিমের স্থান। যাঁরা ঘুরতে আসেন, তাঁরা একঢিলে সিকিম ও দার্জিলিংকে নিজেদের পর্যটন ইটিনারির মধ্যে রাখেন। দার্জিলিংয়ের মতোই সিকিমের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার শোভা চাক্ষুষ করা যায়। সেই সঙ্গে নিজস্ব ফ্লেভার ও সৌন্দর্য রয়েছে এই শৈলরাজ্যের। 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয়ের কোলের এই রাজ্যটি। হিমালয়ের তৃতীয় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এমনভাবে বেষ্টন করে রয়েছে, যেন মনে হবে স্বয়ং গৌতম বুদ্ধ শয়ন করছেন এছাড়া একাধিক হ্রদ, পাহাড়, পাহাড়ের মধ্যে আঁকা-বাঁকা পথ সিল্ক রুট, উজ্জ্বল রঙের বাহারি ফুলের বাগানের প্রাকৃতিক শোভা যেমন রয়েছে, তেমনই বরফে আবৃত গুরুদম্বার, লাচুং, লাচেংয়ের মতো স্থান রয়েছে। আবার প্রকৃতির মধ্যে হাঁটার মজা নিতে রয়েছে পেলিংয়ের মতো স্থান। এছাড়া ট্রেকিং, প্যারাগ্লাইডিং-সহ নানান রোমাঞ্চকর ইভেন্টেরও সাক্ষী হতে পারেন সিকিমে এসে। সবমিলিয়ে, সিকিমের অপার প্রাকৃতিক সৌন্দর্য অনেক নামজাদা গন্তব্যকেও পিছনে ফেলে দেয়। তাই শীতলতম স্থানে বেড়ানোর প্ল্যান করার থাকলে সিকিমের কথা ভেবে দেখা যেতেই পারে। 

ন্যাশানাল জিওগ্রাফির সার্ভে রিপোর্ট বলছে, আগামী বছর শীতলতম গন্তব্যগুলির অধিকাংশই হতে চলেছে ইউরোপীয় মহাদেশে। সেখানকার একাধিক জায়গার নাম তালিকায় উল্লেখ রয়েছে। এশিয়ার মাত্র তিনটি জায়গা এই তালিকায় ঠাঁই করে নিয়েছে। এই তিনটি জায়গা হল তাইওয়ানের তাইনান, ভারতের সিকিম এবং চিনের শি ইয়ান। স্বাভাবিকভাবেই পর্যটনের নিরিখে এই স্থান করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে চরম বিপর্যয়ের কবলে পড়েছিল সিকিম। বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন। সেই স্মৃতি এখনও বহু মানুষের স্মৃতিতে তাজা। সেই সময় সিকিম বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে গিয়েছিল। যদি তা পুনরায় চালু হয়েছে এবং স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। 

You might also like!