kolkata

4 hours ago

Dilip Ghosh on SIR: কোটি কোটি বাংলাদেশি ভারতে লুকিয়ে রয়েছে, মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৯ আগস্ট : পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার তিনি দাবি করেছেন, কোটি কোটি বাংলাদেশি ভারতে লুকিয়ে রয়েছে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "এসআইআর আমাদের জানিয়েছে, কিভাবে দলগুলি ভুয়ো ভোটারদের ব্যবহার করেছে। নির্বাচন কমিশন যা করেছে, তা কেবল বিহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র দেশের জন্য। কোটি কোটি বাংলাদেশি লুকিয়ে আছে এবং সুবিধা নিচ্ছে। তারা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাদের অপসারণ করতে হবে।" উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় সোচ্চার বিরোধীরা। সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। এই ইস্যুতে সংসদে আলোচনার দাবিও জানিয়েছেন বিরোধীরা। যদিও, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে না। এমতাবস্থায় পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।


You might also like!