Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

2 years ago

Vivo X90 PRO :দুরন্ত ক্যামেরা সহ লঞ্চ হল Vivo X90, X90 প্রো, রইল দাম ও ফিচার্স

Vivo X90 PRO
Vivo X90 PRO

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোনের দুনিয়ায় শোরগোল ফেলা ভিভো এক্স90 সিরিজ লঞ্চ হয়ে গেল ভারতে। এই সিরিজের অধীনে লঞ্চ হয়েছে ভিভো এক্স90 এবং এক্স90 প্রো স্মার্টফোন। এটি সংস্থার ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই সিরিজে একগুচ্ছ এক্সক্লুসিভ ফিচার্স থাকলেও সংস্থা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে ফোনের ক্যামেরায়। ভিভো এক্স90-তে মিলবে 1 সেন্টিমিটার সেন্সর যা DSLR-এর মতো ছবি তুলতে সাহায্য করবে।

চাবুক ক্যামেরার সঙ্গে ফোনে রয়েছে ভরপুর স্টোরেজ এবং র‌্যাম। এই দুই স্মার্টফোনে মিলবে 12জিবি পর্যন্ত র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ। আর কী কী ফিচার্স রয়েছে ভিভো এক্স90 সিরিজের চলুন দেখে নেওয়া যাক।

ভিভো এক্স90, এক্স90 প্রো ফিচার্স

ভিভো এক্স90 স্মার্টফোনে থাকছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে 120 হার্টজ রিফ্রেশ রেট। হাই ডেফিনেশন ভিডিওর জন্য HDR10+ প্রযুক্তি রয়েছে ফোনে। অন্যদিকে এক্স90 প্রো -তে মিলবে 2K রেজোলিউশন এবং 2160 হার্টজ হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং রেট।

দুই স্মার্টফোনেই মিলবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্রসেসর। এই ফোনে সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাবেন ইউজাররা। যদিও ইন্টার্নাল স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।ক্যামেরা ক্ষেত্রে এই ফোনে রয়েছে বিশেষ চমক। ভিভো এক্স90 সিরিজে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা যার মধ্যে মূল ক্যামেরা 50 মেগাপিক্সেল, সঙ্গে 12 মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরাতে মিলবে অপটিকাল ইমেজ স্টেবিবিলাইজেশন, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এবং LED ফ্ল্যাশের সুবিধাও।

এই স্মার্টফোনের ক্যামেরা ডিজাইন করেছে জনপ্রিয় লেন্স প্রস্তুতকারী সংস্থা Zeiss। এই কামেরায় যে সেন্সর রয়েছে তার সাহায্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে পারবেন ইউজাররা ঠিক যেমনটা DSLR এ তোলা যায়।

ভিভো এক্স90 এবং এক্স90 প্রো ফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে যথাক্রমে - 4,810mAh এবং 4,870mAh সঙ্গে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির ক্ষেত্রে মিলবে 5G, 4G LTE, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

ভিভো এক্স90 সিরিজের দাম

ভিভো এক্স90 8জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 59,999 টাকা। আর 12 জিবি ভেরিয়েন্টের দাম 63,999 টাকা। অন্যদিকে ভিভো এক্স90 প্রো সিরিজের দাম 84,999 টাকা। এই দুই স্মার্টফোনের সেল শুরু হবে আগামী 25 মে থেকে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন। আজ থেকে গ্রাহকরা ভিভো এক্স90 সিরিজ প্রি-বুক করে রাখতে পারবেন।


You might also like!