Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Livelihood message

2 years ago

Sbi Recruitment 2023: বিপুল বেতনে লোক নিচ্ছে SBI, জেনে নিন সব তথ্য

Sbi Recruitment 2023 (Symbolic Picture )
Sbi Recruitment 2023 (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা এই চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।  

*Credit Financial Analysist পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ, ফিনান্স বা পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। তবে আবেদনকারীদের কর্পোরেট ফিনান্স কিংবা কর্পোরেট ক্রেডিট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৬৩,৪৮০ টাকা।

*Faculty (Executive) পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদনকরীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে। এমবিএ ও পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এই পদে চাকরিতে বার্ষিক ২৫ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকার প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন মিলবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় উপরোক্ত চাকরিগুলির ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। ওয়েবসাইটটি লিংকটি হল- http://www.sbi.co.in

উপরোক্ত চাকরিগুলির ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ হল ২৯ অগাস্ট, ২০২৩।

You might also like!