Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Livelihood message

1 year ago

Asha Worker Recruitment 2023: জেলা স্বাস্থ্য দফতরে আশাকর্মী নিয়োগ, অফলাইনে করতে হবে আবেদন

Asha Worker Recruitment 2023
Asha Worker Recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজেলা স্বাস্থ্য দফতরে আশাকর্মী নিয়োগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবার আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আর কী কী লাগবে, জেনে নিন বিশদে।

পদ

ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

মোট শূন্যপদ

রাজ্য স্বাস্থ্য দফতরের আশা কর্মী পদে মোট ১৭টি পদে নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরির জন্য ৯টি পদে নিয়োগ করা হবে। সংরক্ষিত শ্রেণির জন্য ৮টি পদে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা

সোশ্যাল সায়েন্স, সোশিয়লজি, সোশ্যাল অ্যানথ্রোপলজি, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন , ইত্যাদি বিষয়ে ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। স্বাস্থ্য বিষয়ক প্রজেক্টে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে MS অফিস ও ইন্টারনেট সংক্রান্ত কাজের ধারণা থাকতে হবে।

মাসিক বেতন

এই পদে মাসিক বেতন হবে ১৫ হাজার টাকা। বেতনের সঙ্গে আলাদা করে মাসে ১৮০০ টাকা মবিলিটি খরচ পাবেন কর্মীরা।

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ১ জানুয়ারি ২০২৩ সালে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ছাড় পাবেন।

নিয়োগস্থল

প্রত্যেক পদে নিয়োগ হবে পূর্ব বর্ধমান জেলায়। সদর উত্তর, সদর দক্ষিণ, কালনা, কাটোয়া সাব ডিভিশনে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। মুখবন্ধ খামে SDO অফিসে যোগ্যতার প্রমাণপত্র ও অভিজ্ঞতার কাগজপত্র জমা করতে হবে।


You might also like!