Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Livelihood message

1 year ago

Apprentice recruitment in Indian Oil: ইন্ডিয়ান অয়েলে শিক্ষানবিশ পদে নিয়োগ,কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Apprentice recruitment in Indian Oil (Symbolic Picture)
Apprentice recruitment in Indian Oil (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মোট ১৮২০টি শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। ১৬ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ৫ জানুয়ারি ২০২৪- বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন জানাতে পারবেন। 

আবেদনকারীরা অনলাইন পরীক্ষায় যা নম্বর পাবেন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যা যা শর্তাবলী দিয়েছে সেগুলির নিরিখে- এই দুইয়ের ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় Objective Type Multiple Choice Questions (MCQs)- থাকবে। প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। অনলাইন পরীক্ষায় প্রার্থী উত্তীর্ণ হলে তাঁর নির্বাচন হবে এবং এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। যেসব তথ্য প্রার্থী আবেদনপত্রে লিখেছেন তার সঙ্গে বাস্তবের নথির মিল রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে যোগ্য প্রার্থীদের শিক্ষানবিশ পদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। এই শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীদের কোনও আগাম অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

কীভাবে আবেদন করবেন 

*প্রথমে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট iocl.com এখানে যেতে হবে
*হোমপেজে থাকবে কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে
*এরপর Engagement of Apprentices vide Advertisement No. IOCL/MKTG/APPR/2023-24- এই লিঙ্কে ক্লিক করতে হবে
*এবার স্ক্রিনে খুলে যাবে নতুন একটি পেজ 
*এরপর লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়ে রেজিস্টার করতে হবে এবং তারপর ফর্ম পূরণ করে জমা দিতে হবে
*ফর্ম জমা দেওয়ার সঙ্গে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি
*ভবিষ্যতের প্রয়োজনের জন্য ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে নিজের কাছে। 

(বিঃ দ্রঃ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই।) 


You might also like!