কলকাতা, ৯ জানুয়ারিঃ পৌষের মাঝে হঠাৎ করেই উধাও শীত। দক্ষিণবঙ্গে সেই অর্থে শীত অনুভূত হচ্ছে না। সকালে মাঝেমধ্যেই মেঘ চিরে উঁকি মাড়ছে কড়া রোদ। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফিরবে শীতের আমেজ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। বিশেষ করে জানুয়ারির ১০ তারিখের পর থেকে ফের মুডে আসতে পারে শীত।
ডিসেম্বরে হারিয়ে যাওয়া শীত ফিরতে পারে চলতি সপ্তাহে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আকাশে মেঘ থাকবে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।