kolkata

1 year ago

West Bengal Assembly : সংসদে রং-বোমার জের, বিধানসভায় কমছে অতিথিদের পাসের সময়ের মেয়াদ

West Bengal Assembly
West Bengal Assembly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংসদে র-বোমা। তার প্রভাব এবার রাজ্য বিধানসভাতেও। বঙ্গ বিধানসভার নিরাপত্তাকে ঢেলে সাজাতে বৃহস্পতিবারই জরুরি বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। ঠিক হয়েছে, এবার থেকে অতিথি পাসের মেয়াদ থাকবে দু ঘণ্টা। এছাড়া সদস্য, সাংবাদিক বা কর্মীদের সকলকেই গেটে আইকার্ড দেখিয়ে ঢুকতে হবে। কোনও অতিথি এলে কিংবা বিধানসভার সদস্যদের সঙ্গে কোনও গেস্ট এলে তাঁদের ছবি উঠবে ওয়েব ক্যামেরায়।

৮৬২ কোটি টাকা ব্যয়ে ডিজিট্যাল সংসদের নিরাপত্তায় ফাঁক কতটা তা বুধবারের বারবেলায় দেখিয়ে দিয়েছেন দুই যুবক। তার জেরে সংসদের নিরাপত্তার রং বদলে যাচ্ছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিতেই এদিন জরুরি বৈঠক ডাকা হয়েছিল রাজ্য বিধানসভায়।

এবার ওয়েব ক্যামেরা বসবে বিধানসভার দক্ষিণ গেট ও পশ্চিম গেটে। সশস্ত্র কোনও নিরাপত্তারক্ষী বিধানসভার মূল ভবনে ঢুকতে পারবেন না। বিধানসভার লবিতে বিধায়ক, মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরাও ঘোরাঘুরি করতে পারবেন না। যদি তাঁদের ঢুকতে হয়, তাহলে সঙ্গে থাকা অস্ত্র জমা রেখে ঢুকতে হবে।


You might also like!