রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদহ উত্তর ও মেন শাখায় চলা মোট ট্রেনের অর্ধেকই নয় কামড়া বিশিষ্ট। সে কারণে শিয়ালদহ-সহ একাধিক স্টেশনের প্ল্যাটফর্ম ১২ কামরার ট্রেন দাঁড়ানোর উপযুক্তই নয়। তাই বাধ্য হয়ে এত দিন ন’কামরার ট্রেন চালানো হলেও ভিড়ের সময়ে যাত্রী সঙ্কুলান করা কঠিন হত। সেই সমস্যা এড়াতে এবার শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্ম আরও দীর্ঘ করা হচ্ছে।