কলকাতা, ৬ জুন : “পুলিশের হুমকি চিঠি- শুধু সুমন দে'র নয়, বস্তুত গোটা সংবাদমাধ্যমের কন্ঠরোধের প্রচেষ্টা বটেই।” বৃহস্পতিবার রাতে এক্সবার্তায় এই অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু লিখেছেন, “অনুব্রতর হয়ে প্রেসকে ভয় দেখানো। দাপট চোখ রাঙানো। পুলিশ-তৃনমূল-দূস্কৃতিদের রাজত্ব। স্বৈরাচারী প্রবনতা ক্রমশই ফুটে বেরোচ্ছে।” অপর একটি এক্সবার্তায় সুজনবাবু লিখেছেন, “ফিরহাদ হাকিম বা অন্য তৃণমূল নেতারা একবার নিজেকে ঐ পুলিশ অফিসারের চেয়ারে বসিয়ে দেখুক, অনুব্রত যে ভাষায় মাকে স্ত্রীকে আক্রমণ করেছে, সেটা শোনার পর ক্ষমা চেয়ে একটা চিঠি দিলে মেনে নিতেন তো?”
রাজ্য প্রশাসনের নগ্ন চেহারাটা
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) June 5, 2025
আবারও বেরিয়ে পড়ল।।
পুলিশের হুমকি চিঠি-
শুধু সুমন দে'র নয়,
বস্তুত গোটা সংবাদমাধ্যমের
কন্ঠরোধের প্রচেষ্টা বটেই।
অনুব্রতর হয়ে প্রেসকে ভয় দেখানো।
দাপট চোখ রাঙানো।
পুলিশ-তৃনমূল-দূস্কৃতিদের রাজত্ব।।
স্বৈরাচারী প্রবনতা
ক্রমশই ফুটে বেরোচ্ছে।।