কলকাতা, ৭ আগস্ট (হি.স.): মন খারাপের দিন বাইশে শ্রাবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে গানে, কবিতায় ও নৃত্যের মধ্য দিয়ে নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কবিগুরুর প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শান্তিনিকেতনেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও অসরকারি সংগঠনের পক্ষ থেকে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিকনির্দেশক।"