kolkata

1 year ago

Mamata Banerjee Injury:বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী, অবস্থা এখন স্থিতিশীল, ‘পিছন থেকে ধাক্কা’র ব্যাখ্যা দিল SSKM

Mamata Banerjee Injury
Mamata Banerjee Injury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রীর চোটের কারণ হিসেবে হাসপাতাল থেকে জানানো হয়েছিল, ‘পুশ ফ্রম বিহাইন্ড’।|অর্থাৎ পিছন থেকে ধাক্কা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে।বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়।

 এখন বড় কৌতূহলের বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কেউ ইচ্ছাকৃতভাবে পিছন থেকে ধাক্কা মেরেছে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এর সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি ওতপ্রতভাবে জড়িত। তাই প্রশ্ন উঠেছে যে, কোনও বৈরীতা থেকে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে কিনা? নাকি অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা লেগে গিয়েছে, তার ফলে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায় রাতে দ্য ওয়ালকে বলেন, "এর অর্থ এই নয় যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে, এর অর্থ মুখ্যমন্ত্রী সেইসময় অনুভব করেছিলেন কেউ যেন তাঁকে ধাক্কা মেরেছেন।"

এসএসকেএমের অধিকর্তা জানিয়েছেন, সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। তিনি আরও জানান, “বাড়ির পরিসরের মধ্যেই কোথাও পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পিছন থেকে ধাক্কা খাওয়ার ফলে তিনি পড়ে যান। তাঁর সেরিব্রাল কনকাশন ছিল (cerebral concussion- মস্তিষ্কে আঘাতের ফলে ব্যাথা)। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়। তাই গল গল করে রক্ত পড়ছিল।” 

চিকিৎসক আরও জানিয়েছেন, “এসএসকেএম হাসপাতালের নিউরো সার্জারির প্রধান, মেডিসিনের প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁকে পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। তাঁকে হাসপাতালে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান”। 

এসএসকেএমের অধিকর্তা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইসিজি, সিটি স্ক্যান ইত্যাদি হয়েছে। সেরকম কিছু পাওয়া যায়নি। তবে শুক্রবার ফের তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। 


You might also like!