kolkata

1 year ago

Madhyamik Exam 2024 : মাধ্যমিক শুরু হবার পূর্বে বিশেষ লিঙ্ক দিল পর্ষদ! কী আছে এই লিঙ্কে?

Madhyamik  2024 ( Symbolic Picture)
Madhyamik 2024 ( Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবছর মাধ্যমিক শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। তবে পূর্ব নির্ধারিত সময় ১২ টার পরিবর্তে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৯.৪৫ মিনিট থেকে।  মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ৯.৪৫ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে। 

এবারের মাধ্যমিক পরীক্ষায় এসেছে বেশ কিছু বড় বদল। এগিয়ে আনা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময়ও। । পর্ষদের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সকাল ৮ টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন সকাল সাড়ে আটটার পর থেকে।

এবারের পরীক্ষায় নকল এবং যে কোনও রকমের বেনিয়ম রুখতে কড়া নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে.  এই বছর প্রশ্নপত্রে ব্যবহার করা হবে কোড।পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না। যে বিদ্যালয়ে ‘বাউন্ডারি ওয়াল’ নেই, সিসিটিভি নেই, সেখানে কোনওরকম ভাবে পরীক্ষার সেন্টার হবে না। 

এছাড়াও পর্ষদের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। একটি লিঙ্ক পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেটি https://wbbse.wb.gov.in. এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে নিজের অসুবিধার কথা জানাতে পারবেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হলে কিন্তু পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেটিও জানাতে পারবেন তিনি।

You might also like!