কলকাতা, ২০ মে : নির্বাচনী সভায় কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য মন্তব্যে যেভাবে মহারাজ এবং বিভিন্ন সংগঠনের তরফে প্রতিক্রিয়া এসেছে, তাতে সন্ন্যাসীদের কৃতজ্ঞতা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “সনাতন ধর্মের এবং এর তত্ত্বাবধায়কদের সন্ন্যাসীদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাঁদের আওয়াজ তোলার জন্য আমি পবিত্র সন্ন্যাসীদের এবং সন্ন্যাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।শ্রদ্ধেয় এবং পবিত্র স্বামী প্রদীপ্তানন্দ জি (কার্তিক মহারাজ) কে আমার প্রণাম। সত্য ও সনাতনীদের জয় চিরকাল।”