দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর গাড়ি আটকে হামলার অভিযোগ। পুলিশকেও ধমক দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। জখম জেলার বিজেপি-র আহ্বায়ক সহ বেশ কয়েকজন কর্মী। কাঠগড়ায় তৃণমূল। পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্রর।
বিজেপির বিদায়ী সাংসদ তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি, কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার বেলুট গ্রামে। হামলার প্রতিবাদে পাত্রসায়ের থানায় পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্রর বিরুদ্ধে। অন্যদিকে সৌমিত্রর আনা অভিযোগ উড়িয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, "প্রচার পাওয়ার জন্য নিজেরাই লোক ঠিক করে মারধরের নাটক করছে!"
বিজেপির অভিযোগ, সোমবার পাত্রসায়ের থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। অভিযোগ, বেলুট গ্রামে ঢোকার পরই হঠাৎ করেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালায়।
বিজেপির অভিযোগ, হামলার ঘটনায় সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এব্যাপারে থানায় গিয়ে পুলিশকে উচ্চস্বরে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্রর বিরুদ্ধে।
অন্যদিকে মারধরের অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, "এটা একটা সেটিং গল্প! প্রচার পাওয়ার জন্য সৌমিত্র নিজেই দুষ্কৃতীদের উসকে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন। এভাবে মানুষের সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন উনি!"
একই সঙ্গে বিজেপি কর্মীদের প্রতি সুজাতার আহ্বান, "ওকে বিশ্বাস করবেন না! আপনারা যাঁরা সৌমিত্র খাঁর সঙ্গে ঘুরছেন, তাঁরা সাবধনা হন। না হলে ভোটের প্রচার এবং সেন্টিমেন্টের জন্য ও নিজেই কখন, কোথায় দুষ্কৃতী ফিট করে আপনাদের মার খাইয়ে দেবে বুঝতেও পারবেন না!"দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।