kolkata

1 year ago

Shahjahan Sheikh : হাই কোর্টে পিছোল জামিনের শুনানি শেখ শাহজাহানের

Shahjahan Sheikh
Shahjahan Sheikh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের আগাম জামিনের শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে।সোমবার শাহজাহানের আইনজীবী হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে কলকাতা হাইকোর্টের কাছে সময় চান । সেই কারণে শুনানি পিছিয়ে দেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ৷ আগামিকাল মঙ্গলবার এই মামলার শুনানি হবে ৷

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে গত 29 ফেব্রুয়ারি ভোররাতে শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ । সেদিনই সকালে হাইকোর্টে এসে তাঁর আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন ।

প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করেছিলেন । সোমবার সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই শাহজাহানের আইনজীবী হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে সময় চান ৷ সেই সময় মঞ্জুর করা হয় হাইকোর্টের তরফে ৷

দীর্ঘ 56 দিন পলাতক থাকার পর অবশেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে । গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় । আধিকারিকদের হেনস্তা, গাড়ি ভাঙচুর এবং নথিপত্র ও মোবাইল-সহ একাধিক জিনিস লুঠ করার অভিযোগ ওঠে ৷

এই ঘটনায় উত্তর 24 পরগনার ন্যাজাট থানা ও বনগাঁ থানা মিলিয়ে মোট তিনটি এফআইআর দায়ের হয় । যদিও রাজ্য পুলিশ স্বতন্ত্র অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেফতার করে । এই নিয়ে শাহজাহানের গ্রেফতারির পর দড়ি টানাটানি শুরু হয়।অবশেষে হাইকোর্টের নির্দেশে গত সপ্তাহে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্য পুলিশ ।

এর আগে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শাহজাহান । তা খারিজ হয়ে গিয়েছে । তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শাহজাহান ।


You might also like!