kolkata

1 year ago

Republic Day 2024 : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়ছে নিরাপত্তা!পুলিশি নজরে শপিং মল, চলছে নাকা তল্লাশি

Republic Day  naka checking (File Picture)
Republic Day naka checking (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর জুড়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়ছে নিরাপত্তা!প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে ভারতীয় জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি ইমেল আকারে পেয়েছিল কলকাতা পুলিশ। তার পরেই সুরক্ষা আরও জোরদার করতে নড়ে বসেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রের খবর,  প্রজাতন্ত্র দিবসের আগে শহরের স্পর্শকাতর এলাকাগুলি বিশেষ নজরে রাখার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ঘন বসতিপূর্ণ এলাকাগুলিতে। 

কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের একটি থানায় কর্তব্যরত আধিকারিক বলেন, ‘‘আমাদের এখানে একাধিক হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। তাই বাড়তি সতর্কতা থাকেই। তবে, গত কয়েক দিন ধরে নজরদারি বাড়ানো হয়েছে। থানারই এক আধিকারিক বিষয়টি দেখছেন।’’ সক্রিয় হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এরই সঙ্গে লালবাজারের বিশেষ নজরে রয়েছে রেড রোডের নিরাপত্তা। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে সেখানে কুচকাওয়াজ হয়। উপস্থিত থাকেন একাধিক ভিভিআইপি। তাই বিশেষত রেড রোড ও সংলগ্ন এলাকার জন্য অতিরিক্ত ক্যামেরা বসানোয় জোর দিচ্ছে লালবাজার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন দু’হাজারেরও বেশি পুলিশকর্মী। সমগ্র রেড রোডকে একাধিক জ়োনে ভাগ করা হচ্ছে। নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশও। থাকছে একাধিক নজর-মিনার। প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই শহরে পথে নামানো হবে বাড়তি বাহিনী।

লালবাজারের এক কর্তা বলেন, ‘‘বিশেষ বিশেষ জায়গা পুলিশের নজরে রয়েছে। থানাগুলিকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া আছে। সন্দেহজনক কিছু দেখলেই পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

You might also like!