kolkata

1 year ago

Gita path in Brigade:লক্ষ কণ্ঠে গীতাপাঠ : ব্রিগেডমুখী ভিড় বিপুল মানুষের, ইতিহাসের অপেক্ষা

Lokksho konthe gitapath
Lokksho konthe gitapath

 

কলকাতা, ২৪ ডিসেম্বর : গীতা জয়ন্তী উপলক্ষ্যে রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'লক্ষে কণ্ঠে গীতাপাঠ'-এর আয়োজন করা হয়েছে। বড় দিনের আগে এক অন্যরকম দিনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। বিভিন্ন আশ্রমের সাধু-সন্ন্যাসীরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজ নিয়ে আসা হয়েছে ব্রিগেডে। বিভিন্ন আশ্রম থেকে আনা হয়েছে মাটি।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে এক লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলেই ধারণা উদ্যোক্তাদের। এই অনুষ্ঠানে রয়েছে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক, রাখা হয়েছে মেডিক্যাল টিম। গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বিপুল মানুষ রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। শীতের কুয়াশার সকালকে উপেক্ষা করেই বিভিন্ন জেলার মানুষজন ট্রেনে ও বাসে ব্রিগেডে এসে পৌঁছেছেন। লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে হাওড়া স্টেশন থেকে মিছিল করে মানুষজন আসতে শুরু করেছেন ব্রিগেডে। নজরুলের গান আর শঙ্খধ্বনি দিয়ে শুরু হবে গীতাপাঠের অনুষ্ঠান।

You might also like!