kolkata

1 year ago

Gita Path preparation started in kolkata:লক্ষে কন্ঠে গীতাপাঠের প্রস্তুতি শুরু, গঙ্গাজল ও মাটি নিয়ে শোভাযাত্রা সন্ন্যাসী-সন্তদের

Narendra Modi
Narendra Modi

 

কলকাতা, ১৬ ডিসেম্বর : আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় "লক্ষে কন্ঠে গীতাপাঠের" প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই। হরিয়ানার কুরুক্ষেত্র থেকে আনা মাটি শনিবার গঙ্গার ঘাটে মেশানো হয়। এরপর গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু-সন্ন্যাসীরা।

আগামী ২৪ ডিসেম্বর গীতাজয়ন্তীর দিন ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তবে শেষ পর্যন্ত যা পরিকল্পনা, তাতে ওই কর্মসূচিতে হাজির থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ওই দিন ব্রিগেডে উপস্থিত থাকার কথা দেশের দুই শঙ্করাচার্যেরও। সংগঠনের দাবি, মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই লিখিত সম্মতি দিয়েছে। আরও কিছু সংগঠন খুব তাড়াতাড়ি যুক্ত হবে।

You might also like!