kolkata

1 year ago

Prasun Bandyopadhyay: ইস্তফা পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, রাজনীতিতে যোগদানের জল্পনা

Prasun Bandopadhyay (File Picture)
Prasun Bandopadhyay (File Picture)

 

কলকাতা, ১০ মার্চ: লোকসভা ভোটের আগে ইস্তফা দিলেন পুলিশ আধিকারিক আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। জল্পনা, তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। তবে এব্যাপারে এখনও মুখ খোলেননি সদ্য প্রাক্তন এই পুলিশ আধিকারিক।

সম্প্রতি তিনি নবান্নে নিজের স্বেচ্ছাবসরের আর্জি পাঠিয়েছিলেন। সেটি মঞ্জুর হয়েছে বলে খবর। মেয়াদ শেষের আগেই স্বেচ্ছাবসর নিয়ে প্রসূন এবার তৃণমূলের হয়ে আসন্ন লোকসভা ভোটে দাঁড়াতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন।

তবে তিনি পুলিশকর্তার পাশাপাশি অভিনেতাও। ছোটপর্দা, সিরিজ, মঞ্চে দাপিয়ে অভিনয় করে বেড়ান। তাই এই মতও উঠে আসছে যে তিনি হয়তো অভিনয়কেই আগামীদিনে পুরোপুরি পেশা হিসেবে বেছে নেবেন। রাজনীতি নাকি অভিনয় কোনটা তিনি বেছে নেন সেটা এখন সময়ের অপেক্ষা।


You might also like!