kolkata

1 year ago

Weather Forcast: শীতের পরশে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে, তিলোত্তমাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৩ জানুয়ারি : মকর সংক্রান্তির আগে শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। গ্রাম বাংলায় তুলনামূলক বেশিই ঠান্ডা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম - পশ্চিমের এই সমস্ত জেলাগুলি কনকনে ঠান্ডায় কাঁপছে। উত্তুরে হাওয়ার সৌজন্যে রবিবারের মধ্যে আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় কুয়াশাও থাকতে পারে।

উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি কুয়াশা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা কমেছে অনেকটাই। অনুভূত হচ্ছে ঠান্ডা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্ক ও শীতল থাকবে।

You might also like!