kolkata

1 year ago

Lok Sabha elections 2024 : লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে রহস্যময় পোস্টার

'Bangla alternative politics' poster (Collected)
'Bangla alternative politics' poster (Collected)

 

কলকাতা, ৩১ ডিসেম্বরঃ ‘বাংলায় বিকল্প রাজনীতি’ লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে পড়ল এই পোস্টার রহস্য ।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র ছেয়ে গেছে এইনাম-গোত্রহীন পোস্টার । কে, কী উদ্দেশ্যে এই পোস্টার সাঁটিয়েছে বছর শেষের দিনে তা অজানা।

রবিবার সকালে দেখা যায় কলকাতার গড়িয়াহাট, রবীন্দ্র সদন, শ্যামবাজারের মতো এলাকায় এই পোস্টার পড়েছে। প্রদেশ কংগ্রেসের সদরদফতর বিধানভবনের সামনেও এই পোস্টার সাঁটানো হয়। এমনকী, কোচবিহারের মাথাভাঙার বাজারেও এই পোস্টার চোখে পড়েছে। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘বিকল্প রাজনীতি’ চেয়ে পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনা পরম্পরায় স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি চব্বিশে লোকসভার লড়াইয়ের আগে রাজনীতির নতুন মঞ্চ দেখবে রাজ্য ?

You might also like!