দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থীর পর কৃষ্ণনগরের রানি মা-কেও ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশজুড়ে মোট তিনজন মহিলা বিজেপি প্রার্থীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দুজন বাংলার এবং একজন কেরলের।
বাংলার প্রার্থীরা হলেন সন্দেশখালির প্রতিবাদী মহিলা রেখা পাত্র। এবং কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। এছাড়াও কেরলের আলাথুর কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী টিএন সরসুকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী। লোকসভার লড়াইয়ের আগে মূলত প্রার্থীদের উৎসাহ বাড়াতেই প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে সকলকে ফোন করেছেন বলে বিজেপি সূত্রের খবর।
কৃষ্ণনগরের রাজমাতা সদ্যই রাজনীতিতে পা রেখেছেন। এবং শুরুতেই তাঁকে ভোট ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি। তাও আবার কঠিন প্রতিপক্ষ মহুয়া মৈত্রের (Mohua Moitra) বিরুদ্ধে। কঠিন লড়াইয়ের আগে প্রধানমন্ত্রী মূলত তাঁকে উৎসাহ বাড়াতেই ফোন করেছিলেন বলে জানিয়েছেন রাজমাতা অমৃতা রায় (Amrita Ray)। তিনি জানান, বেশিক্ষণ কথা হলেও গুরুর মতো মোদি তাঁকে উৎসাহ দিয়েছেন। অমৃতার কথায়, “উনি আমার উপর আস্থা রাখতে পেরেছেন এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি তো প্রথমবার রাজনীতিতে। গুরুর মতো আমাকে উৎসাহ দিয়েছেন।”
এর আগে সন্দেশখালির প্রার্থী রেখা পাত্রকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, আপনি শক্তিস্বরূপা। গোটা দেশ আপনার লড়াইয়ের জন্য গর্বিত। শুভেচ্ছা জানানোর পরই সন্দেশখালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি। কীভাবে প্রচার করবেন রেখা সেই পন্থাও বাতলে দেন প্রধানমন্ত্রী। এর পরই তাঁর ফোন যায় রাজমাতার কাছে। ভোটের মুখে (Lok Sabha 2024) বাংলার দুই প্রার্থীকে মোদির দেওয়া পেপ টক কতটা কাজে দেয়, সেটাই দেখার। তাৎপর্যপূর্ণভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতা কাটিয়ে এই কৃষ্ণনগর থেকেই প্রচার শুরু করবেন।