kolkata

1 year ago

Mithila Vibhuti festival:উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্তি মিথিলা বিভূতি উৎসব অনুষ্ঠানের

Mithila Vibhuti festival
Mithila Vibhuti festival

 

কলকাতা, ২২ জানুয়ারি : প্রতি বছরের মতো এবছরও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী মিথিলা বিভূতি উৎসব। কলকাতায় অবস্থিত মৈথিলী ভাষাভাষীদের সামাজিক সংগঠন মিথিলা সেবা ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় দুই দিনব্যাপী এই মিথিলা বিভূতি উৎসব। এবার বাগুইআটি জর্দা বাগানের বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম দিনে সহস্র কণ্ঠে হনুমান চালিসা পাঠ করা হয়, অখন্ড অষ্টম সংকীর্তনের মাধ্যমে পরিবেশ ছিল ভক্তিপূর্ণ।

পরবর্তী দিন ২১ জানুয়ারি, রবিবার মহান মৈথিলী কবি বিদ্যাপতির স্মরণে মিথিলা বিভূতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ সমাজসেবক ও শিক্ষাবিদ ভোগেন্দ্র ঝা। বিজ্ঞানী ও সাহিত্যিক ডঃ যোগেন্দ্র পাঠক 'বিযোগী' মূল বক্তা হিসেবে মাতৃভাষার গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী, তিন নম্বর বোড়ো চেয়ারপার্সন পিয়ালী সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।।

মিথিলা সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি রমাকান্ত ঝা জানান, অনুষ্ঠানের আগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তিনি জানান, অনুষ্ঠানে বক্তা ও সাহিত্যিক প্রীতম নিষাদকে বাবু সাহেব চৌধুরী পুরস্কার, কবি ও গীতিকার মৈথিল প্রশান্তকে মিথিলা সংকীর্তন মণ্ডলী পুরস্কার এবং সাহিত্যিক ও সমাজসেবক মহেন্দ্র হাজারীকে জানকী সন্ধি পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকে বাবা, বিক্রম বিহারী, হেমকান্ত ঝা 'প্যায়াসা', রচনা ঝা এবং জ্যোতি প্রিয়ার মতো শিল্পীরা নিজেদের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মিথিলার প্রখ্যাত বক্তা রামসেবক ঠাকুর।


You might also like!