দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅভিমানী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)। আসন্ন লোকসভা ভোটের টিকিট না মেলায় ‘মর্মাহত’ বাবুন। তাঁর অভিযোগ, এর আগেও তাঁকে নির্বাচনে লড়ার টিকিট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দল তা পূরণ করেননি। তবে কি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন বাবুন? এর উত্তরও স্পষ্ট জানালেন তিনি। হাওড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। দিদির আশীর্বাদ নিয়েই ভোটে লড়বেন বলে জানালেন বাবুন।
এবার টিকিটের দাবিদার ছিলেন, অথচ টিকিট পাননি, এমন অনেকেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভ গোপন করতে পারেননি। সে দলে যেমন আছেন বাঁকুড়ায় মাটি কামড়ে পড়ে থেকেও টিকিট না পাওয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তেমনই রয়েছেন ব্যারাকপুরের অবিসংবাদী নেতা অর্জুন সিংহ। তবে মমতার ঘরেই এই বিক্ষোভের আগুন প্রকাশ্যে আসতেই তা আলাদা মাত্রা পেল। হাওড়ায় তৃণমূলের প্রার্থী হিসেবে এবারও টিকিট পেয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসূনের বিরুদ্ধেই নানা অভিযোগ নিয়ে আসরে নামলেন বাবুন। জানালেন, হাওড়ায় নির্দল হয়ে ভোটে লড়বেন তিনি।
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভ কেন তাও গোপন করেননি বাবুন। বললেন, "যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে গলাধাক্কা দিয়েছিলেন। আমাকে অপমান করেছিলেন। তাঁকে নিয়ে আমার প্রচুর অ্যালার্জি আছে। হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছেন কি না জানি না। কিন্তু আমি বলতে পারি, এই প্রার্থী ঠিক হয়নি।" প্রসূনকে নিয়ে এই আপত্তির কথা তিনি কি জানিয়েছেন নিজের দিদিকে? উত্তরে বাবুন বলেন, “কিছু জিনিস জানিয়েও লাভ হয়নি। প্রথম থেকে বলা হয়েছে ওঁকে বাদ দিয়ে অন্যকে প্রার্থী করলে হাওড়ার মানুষ অন্যভাবে গ্রহণ করবেন।"
বাবুনের অভিযোগ, এমপি ল্যাডের টাকা এলাকার মানুষের জন্য ঠিকমতো খরচ করতে পারেননি প্রসূন বন্দ্যোপাধ্যায়। কাজ হয়নি বলে মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতাও নেই। তাঁর থেকে অনেক যোগ্য প্রার্থী হাওড়ায় রয়েছে। বেসুরো গাইলেও দল ছাড়ার কথা তিনি ভাবছেন না বলেও জানালেন বাবুন। বললেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাইনি কখনও, যাবও না। ১৯৮১ সাল থেকে দলের সঙ্গে জড়িয়ে। কখনও দলের বিরুদ্ধে যাইনি। দিদিকে বলে, দিদির আশীর্বাদ নিয়েই ভোটে দাঁড়াব।"