kolkata

1 year ago

BRIGADE RALLY: ব্রিগেডের সভা থেকে বিজেপিকে বিসর্জনের ডাক দিলেন মমতা

Mamata Banerjee at Brigade (File Picture)
Mamata Banerjee at Brigade (File Picture)

 

কলকাতা, ১০ মার্চ: ১৯ এর বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি চান না মমতা। তাই রবিবার ব্রিগেডের জন গর্জন সভা থেকেই রাজ্যবাসীকে ৪২ এ ৪২ এর আবেদন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি বিজেপিকে বিসর্জনের ডাক দিলেন। এদিন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ‘বিসর্জনে’র ডাক দিয়ে লোকসভা ভোটের সূচনা করলেন মমতা। তিনি বলেন, '১৪ লোকসভা নির্বাচনে তৃণমূল একটা বড় অংশের সাংসদ নিয়ে গিয়েছিল। তাই সেবার রাজ্যের জন্য অনেক কিছু করেছে। কিন্তু উনিশের লোকসভা তে অর্ধেক আসন চলে যায় বিজেপির ঝুলিতে। তাই সরকার প্রকল্পের টাকা বন্ধ। বাংলার ক্ষতি হচ্ছে। তাই ৪২ আসনে তৃণমূলের প্রার্থীদের জয় যুক্ত করে হাত শক্ত করুন। গোটা দেশকে তৃণমূল পথ দেখাবে। বাংলায় তৃণমূল একা লড়বে।'

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম সারথী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এবার ভোট জেতা-জেতানোর ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। মনে রাখবেন কেন্দ্রে যে-ই ক্ষমতায় আসুক, বাংলা থেকে তৃণমূলের প্রতিনিধিদের জেতান।'

You might also like!