কলকাতা, ১৪ জানুয়ারি : গুরুতর অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্রের মেরুদন্ডের নিচের দিকে হাড় ভেঙেছে। এক্স রে-তে তা ধরা পড়েছে বলে খবর এমনটাই । জানা গেছে রবিবার তাঁর এমআরআই করা হবে।
গুরুতর অসুস্থ অবস্থায় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক বিধায়ক মদন মিত্র । তিনি রক্তাল্পতায় ভুগছেন । শনিবার রক্ত দেওয়া হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তাঁর ডান কাঁধের হাড় ভাঙে । সেইসময় অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু সেই অস্ত্রোপচার কতটা সফল তা নিয়েও চিকিৎসকদের মধ্যে সংশয় রয়েছে। তাই সেটিও ফের পরীক্ষা করতে হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে সূত্রের খবর, এক্স রে-তে তা ধরা পড়েছে মদনের মেরুদন্ডের নিচের দিকে হাড় ভেঙেছে। জানা গেছে রবিবার তাঁর এমআরআই করা হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলেও বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকতে হবে বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে, শনিবার দিনভর হাসপাতালের কেবিনে কার্যত অধৈর্য অবস্থায় কাটিয়েছেন মদন মিত্র। মাঝেমধ্যে বাড়ি যেতে চেয়েছেন।