kolkata

1 year ago

Local Train canceled : সপ্তাহান্তে বাতিল প্রচুর লোকাল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

Sealdah Station (File Picture)
Sealdah Station (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেললাইনের সংরক্ষন ও রক্ষনা বেক্ষনের জন্য সপ্তাহান্তে হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ ও ডাউনে বারোটি ও কর্ড লাইন দশটি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ডিভিশনে একই দিনে বিভিন্ন শাখায় ৪২টি ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল।

শিয়ালদহ মেইন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য আট ঘণ্টার পাওয়ার ব্লক রাখা হচ্ছে। শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিট থেকে শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্র্যাফিক ব্লক করা হবে। যার ফলে মেইন লাইন এবং কর্ড লাইন দুই শাখাতেই ট্রেন চলাচল বিঘ্নিত হবে। এদিকে আবার বর্ধমান স্টেশনও রেলের কাজ চলবে ওই দিন। ফলে হাওড়া-বর্ধমান শাখাতেও প্রচুর ট্রেন বাতিল হচ্ছে।

শিয়ালদহ  কর্ড লাইনে একজোড়া শিয়ালদহ-বনগাঁ লোকাল, একজোড়া শিয়ালদহ–হাসনাবাদ লোকাল, চার জোড়া শিয়ালদহ – ডানকুনি লোকাল এবং একজোড়া শিয়ালদহ–দত্তপুকুর লোকাল শনিবার বাতিল থাকছে। শিয়ালদহ মেইন শাখায় বাতিল থাকছে একজোড়া শিয়ালদহ–শান্তিপুর লোকাল, একজোড়া শিয়ালদহ–গেদে লোকাল, দু জোড়া শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল, দু জোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল এবং একজোড়া বারাকপুর লোকাল বাতিল থাকছে। সেই সঙ্গে বাতিল থাকছে দু জোড়া নৈহাটি বজবজ লোকালও। এক জোড়া বজবজ-শিয়ালদহ লোকালও বাতিল করা হয়েছে। এর বাইরে হাওড়া-বর্ধমান শাখায় মোট ২২টি ট্রেন বাতিল থাকছে।

বেশ কয়েক মাস ধরে সপ্তাহের শেষে এই বাতিলের রেওয়াজ চলছে। এছাড়া রাতের ট্রেনগুলি রীতিমতো ‘লেট লতিফ’ হয়ে পড়েছে। ফলে অসহ‌্য যন্ত্রণার মুখে পড়েছেন যাত্রীরা। শনিবার আরও এক দুঃসহ অভিজ্ঞতা হতে চলেছে যাত্রীদের। তাই আগেভাগে সতর্ক হয়ে বিকল্প ব্যবস্থা করা ভালো।

You might also like!