kolkata

1 year ago

KP additional CP injured : দমকা হাওয়ায় তোরণ উল্টে বিপত্তি, আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর

Accident during Kolkata Police Half-Marathon on Red Road (Collected)
Accident during Kolkata Police Half-Marathon on Red Road (Collected)

 

কলকাতা, ২১ জানুয়ারি : রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথন চলাকালীন ঘটে গেল দুর্ঘটনা। তোরণ উল্টে আহত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে রেড রোডে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়।

তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন মুরলীধর শর্মা। তাঁর ঘাড়ে এসে পড়ে ভাঙা তোরণটি। এতে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে বলে খবর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মৌলালির ইনস্টিটিউ অফ নিউরোসায়েন্সে। সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট তেমন গুরুতর নয়।

You might also like!