kolkata

1 year ago

Indian Museum: কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক!ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও বিশাল পুলিশবাহিনী

Indian museum (File Picture)
Indian museum (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুলিশকে মেইল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের নিজস্ব ই-মেল আইডিতে একটি মেইল এসেছে ভোর চারটে নাগাদ। ‘টেরোরাইজার ১১১’ নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদমাধ্যমে তাদের নাম না দিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে।

ইমেল পাওয়ার পরই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বম্ব স্কোয়াড। এমনিতে ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকে। এদিন আরও বাহিনী পাঠানো হয়। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়।

আপাতত গোটা জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ।পুলিশের তরফে বলা হচ্ছে, একটি জরুরি অবস্থা তৈরি হওয়ায় জাদুঘরে তল্লাশি চালানো হচ্ছে। তবে হঠাৎ পুলিশের এই তৎপরতায় জাদুঘরে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

You might also like!