kolkata

1 year ago

Anubrata Mandal :লকারে রাখা কেষ্টর মা কালীর গয়না , বোলপুরের ব্যাঙ্কে ইডি হানা

Anubrata Mandal
Anubrata Mandal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড় বোলপুরে ইডি হানা। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বোলপুর পৌঁছন আধিকারিকরা। যান এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।

কেন? জানা যাচ্ছে, এই ব্যাঙ্কের লকারেই রয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উদ্যোগে আয়োজিত কালী পুজোর মায়ের সোনার গয়না। ফি-বারই কালী পুজোর সময় ব্যাঙ্কের লকার থেকে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার বের করা হত। জানা যাচ্ছে, মা কালীর গয়নার পরিমাণ প্রায় ৫৬০ ভরি! আনুমানিক বাজারমূল্য ছিল আড়াই কোটি টাকারও বেশি।

পুজোর সময় এই গয়না দিয়েই মাকে সাজিয়ে তুলতেন অনুব্রত। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত এই মুহূর্তে রয়েছেন তিহাড় জেলে। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ গয়নার মূল উৎস্য কী, তা জানতেই ব্যাঙ্কে ইডির হানা। জানা যাচ্ছে, সোনার গয়না সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

১৯৮৮ সাল থেকে এই কালী পুজোর সূচনা করেন অনুব্রত। তৃণমূল ক্ষমতায় আসার পর পুজোর আয়োজনে চমক আসে। অভিযোগ, তারপরই রাতারাতি মায়ের গয়না বৃদ্ধি হতে থেকেছে। ফলে গয়না বৃদ্ধির নেপথ্যে অনুব্রতর গরু পাচারের অর্থের যোগ রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


You might also like!