kolkata

1 year ago

Jyotipriya Mallick:এসএসকেএম হাসাপাতালে আচমকা উপস্থিত জ্যোতিপ্রিয়কন্যা

Jyotipriya and daughter Priyadarshini
Jyotipriya and daughter Priyadarshini

 

কলকাতা, ১৬ ডিসেম্বর  : শনিবার সকালে আচমকা হাসপাতালে উপস্থিত হলেন র‍্যাশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং তাঁর দাদা দেবপ্রিয় মল্লিক।

প্রসঙ্গত, র‍্যাশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে।কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার মন্ত্রীর কেবিন থেকে সরানো হয়েছে সিসিটিভি। এরপর এদিন হাসপাতালে উপস্থিত হন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এবং তাঁর দাদা । বেশ কিছুক্ষন কথাবার্তা বলেন তাঁরা।তবে কি কথা হল, সে বিষয়ে কিছুই জানা যায়নি।জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করেই তাঁরা চলে যান এমএসভিপির অফিসে।

হাইকোর্টে থেকে নির্দেশ দেওয়ার পর বর্তমানে এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। ইডির কাছ থেকে ইতিবাচক সাড়া না পেলে মন্ত্রীর কেবিনের ভিতরে কেউ ঢুকতে পারবে না। আর একটি রেজিস্টার খাতা মেইনন্টেন করতে হবে। জাওয়ানদের উপর দায়িত্ব দেওয়া আছে অযাচিত কেউ যাতে কেবিনে ঢুকতে না পারে। ইডির অফিসারদের সঙ্গে যোগাযোগ করে, তাঁদের নির্দেশ মতোই সিআরপিএফ জওয়ানরা সিদ্ধান্ত নেবেন কাউকে কেবিনে ঢুকতে দেওয়া হবে কি না।

You might also like!