কলকাতা, ৫ জানুয়ারি : শুধু ভোট নিয়ন্ত্রণে নয়, এলাকা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে স্থানীয় মানুষের নানা অভিযোগ। এলাকার মানুষদের অত্যাচার করা থেকে শুরু করে খুনের অভিযোগ রয়েছে সীমান্ত এলাকার এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই শাহজাহানের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শুক্রবার সরাসরি আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর তার কড়া প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
অধীরবাবু বলেন, ‘ইডি আধিকারিকদের উপর শাসক সরকারের গুন্ডাদের আক্রমণের পরে, এটি স্পষ্ট যে রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। আজ তারা আহত, কাল তাদের হত্যা করা হতে পারে। এমন ঘটনা আমার কাছে বিস্ময়কর হবে না।’
প্রসঙ্গত, সুন্দরবন লাগোয়া সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের উপর। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই নেতাও নানা সময় খবরের শিরোনামে উঠে এসেছেন। মূলত ভোটের সময় এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকত শাহজাহান সহ তার বাহিনীর উপরই। তার নেতৃত্বে নানা রাজনৈতিক সংঘর্ষও হয়েছে সন্দেশখালি এলাকায় অভিযোগ।
জানা যায়, সিপিএম আমলেই উত্থান এই শাজাহানের। পালাবদলের পরেও, তৃণমূল জামানায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই দাপট বেড়েছে শাহজাহানের।