kolkata

2 weeks ago

Sukanta Majumdar: ইন্ডি জোট একটা ডুবন্ত নৌকার মতো, কটাক্ষ সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ১৯ জুলাই : বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ইন্ডি জোট একটা ডুবন্ত নৌকার মতো। শনিবার সুকান্ত মজুমদার বলেছেন, "ইন্ডি জোটের পরিস্থিতি এমন যে তৃণমূল ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন করছে, কেউ জানে না সিপিএম কী করবে, আর এএপি তাদের ছেড়ে চলে যাচ্ছে, তাই আসলে কিছুই অবশিষ্ট নেই। এটি একটি ডুবন্ত নৌকার মতো যার মধ্যে একটি বড় গর্ত রয়েছে এবং এটি পরিচালনাকারী ব্যক্তি রাহুল গান্ধীর মতো কেউ। তাহলে কে এতে উঠতে চাইবে?" লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর শ্যালক রবার্ট বঢর বিরুদ্ধে ইডি-র চার্জশিটের সমালোচনা করে রাহুলের পোস্টের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, "তিনি পরিবারের বাইরে পা রাখতে পারবেন না। তিনি তার পরিবারকেই রক্ষা করবেন।"

You might also like!