দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে ছুটি বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। পয়লা জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছট পুজো। এবার থেকে এই তিনদিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টে ছুটি থাকবে। মঙ্গলবার নবান্ন এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল। এতদিন এই ছুটিগুলি রাজ্য সরকারের ছুটি হিসাবে বিবেচিত হত। কিন্তু এনআই অ্যাক্টে ছুটি ঘোষিত হওয়ায় ব্যাঙ্ক, জীবন বিমা নিগমের মতো সংস্থার কর্মীরাও এই তিনটে দিন ছুটি পাবেন। এদিন অর্থদপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৯ নভেম্বর এই তিনটি ছুটি নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তার চরিত্র বদল করা হয়েছে।
ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবকের তরফে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। তাদের তরফে জানানো হয়, গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছিল। তিনি সাড়া দেওয়ায় খুশি। এতদিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এবার তা তিন দিন বাড়ল। ছট পুজো, জন্মাষ্টমীর মতো দিনগুলিতে ব্যাঙ্ক ও বিমা কর্মীদের ছুটির প্রয়োজন হয়েই থাকে। সেক্ষেত্রে এতদিন সিএল কিংবা ইএলের উপর নির্ভর করতে হত, কিন্তু এবার এই দিনগুলিতে ছুটি ঘোষিত হওয়ায় সুবিধা হল তাঁদের।