kolkata

1 year ago

Suvendu Adhikari:"আমি তো আগেই জানিয়েছি পাজিটা পুলিশি ঘেরাটোপে আছে", মন্তব্য শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২৯ ফেব্রুয়ারি  : বুধবারই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে শেখ শাহজাহান লিখেছিলেন “পাজিটা পুলিশি ঘেরাটোপে আছে”।

বৃহস্পতিবার সেই কথা মনে করিয়ে এক্স হ্যান্ডলে মন্তব্য করলেন শুভেন্দুবাবু। তিনি এদিন লিখেছেন, “গতকালই আপনাদের জানিয়েছি, সন্দেশখালীর বদমাশ শেখ শাহজাহান মমতা পুলিশের হেফাজতে আছে। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তার তথাকথিত গ্রেফতার হলে লকআপ এবং কারাগারে তিনি কী সুবিধা ভোগ করবেন সে বিষয়ে তার এবং মমতা পুলিশের মধ্যে এখন চুক্তির সূক্ষ্মতা চূড়ান্ত হয়েছে।”

শুভেন্দুবাবু বুধবার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে। প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতা পুলিশের সাথে এই রকম একটা সমঝোতায় এসেছেন সন্দেশখালীর বদমাশ- শেখ শাহজাহান।”

গতকাল রাত ১২টা থেকে শেখ শাহজাহান মমতা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে বারমাজুর - দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। তিনি চুক্তিতে করতে পেরেছেন যে কারাগারে থাকাকালীন তাকে ফাইভ স্টার সুবিধা দেওয়া হবে। একটি মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকবে। যার মাধ্যমে তিনি কার্যত তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বিছানা তার জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।” প্রসঙ্গত, ৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি। ৫৫ দিন পরেও ফেরার ছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। দ্রুত শাহজাহানকে গ্রেফতার করা হবে বলে সম্প্রতি আশ্বাস দিয়েছিল রাজ্য। এমন আবহে বুধবার দুপুরে এই বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা।


You might also like!