kolkata

3 weeks ago

Bengali workers detained in Delhi: ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের আটক নিয়ে হাই কোর্টে শুনানি হবে বুধবার

Calcutta  High Court
Calcutta High Court

 

কলকাতা, ১৪ জুলাই : ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের আটক করার অভিযোগে যে মামলা হয়েছে, কলকাতা হাই কোর্টে তার শুনানি হবে আগামী বুধবার। ওই দিন দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটক করার অভিযোগের মামলার শুনানিও রয়েছে।

সোমবার আদালতে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের পরিবারের সদস্যেরা ওড়িশা থেকে এ রাজ্যে ফিরে এসেছেন। নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ শ্রমিকই রাজ্যে ফেরত এসেছেন। বাকিদের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। দ্রুত সেগুলিও মিটে যাবে। কলকাতা হাই কোর্টে এক সঙ্গে দু’টি মামলার শুনানি হবে। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের পরিবারের সদস্যেরা ওড়িশা থেকে এ রাজ্যে ফিরে এসেছেন।

You might also like!