কলকাতা, ৩ জানুয়ারিঃ বর্ষবরণের রাত পেড়িয়ে নতুন বছরের প্রাকলগ্নে হেলমেটহীন বাইকের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কার্যত দৌড়ে বেড়াচ্ছে লাগামহীন বাইক চালক। একারণে এই লাগামহীন চালকদের শাস্তির পাঠ পড়াতে সক্রিয় লালবাজার। পুলিশ সুত্র মারফত জানা যাচ্ছে, সোমবার হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ৪৬১ জন বাইক চালকের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ।
এছাড়াও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে ১৬১টি। এর পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ একাধিক অভিযোগে মোট ট্র্যাফিক মামলা হয়েছে ৮২৮টি। একদিকে যেমন গাড়ি দৌরাত্ম্যের ঘটনা ঘটেছে, বছরের শুরুতে অভব্যতা সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অপরাধমূলক ঘটনায় ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৪ লিটার মদ।