kolkata

1 year ago

West Bengal Government News: গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরির সুযোগ! অনন্য পদক্ষেপ নবান্নের

Group C, Group D job opportunities! A unique move by Navanna
Group C, Group D job opportunities! A unique move by Navanna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করোনা পরবর্তীকালে সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যে তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। এদিকে রাজ্য সরকারের তরফে গ্রুপ সি-গ্রুপ ডি এবং একই ধরনের অন্যান্য চাকরির ক্ষেত্রে যাতে নতুন প্রজন্ম উত্তীর্ণ হতে পারে সেই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে, জানুয়ারি থেকে এই বিষয়টি চালু হবে। এরই পাশাপাশি, তফসিলি সম্প্রদায়ের পড়ুয়াদের সাহায্য করার জন্য এবার নয়া পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল সরকার। 

রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে তফসিলিদের শিক্ষা থেকে শুরু করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার তাঁদের উচ্চশিক্ষার বিষয়টি নিয়ে তৎপর সরকার। নবান্ন সুত্র মারফত জানা গিয়েছে, তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়ারা IIT-র মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুযোগ পেতে পারে সেই কারণে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। আর এর জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

কারা কিভাবে করবেন আবেদন?

জানা গিয়েছে, কোনও পড়ুয়া একাদশ শ্রেণিতে উঠেই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হবে প্রথম ব্যাচ।

প্রায় দুই হাজার তফশিলি পড়ুয়া প্রতি বছর এই সুযোগ পাবেন। পাশাপাশি এই প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে বিশেষ সংস্থাও।

এর ফলে দুই বছর টানা পড়ুয়ারা অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়াশোনা করার এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। আগে সময়টা ছিল এক বছর।

এর আগে রাজ্যের উদ্যোগে প্রায় ২৮০০ জনের বেশি প্রশিক্ষণ নিয়েছিল। তাঁদের মধ্যে প্রায় ২২০০ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য সুযোগ পেয়েছে। ফলে এই সময়সীমা এক বছরের থেকে বাড়িয়ে যদি দুই বছর করে দেওয়া হয় সেক্ষেত্রে বহু পড়ুয়ার সুবিধা হবে।

তাঁরা দুই বছর ধরে IIT-র মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে পাখির চোখ করে এগিয়ে যেতে পারবে। এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কোনও নাম ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শীঘ্রই এই প্রকল্পের নাম নির্ধারণ করে দেবেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উদ্য়োগ চালু হলে তফশিলি পড়ুয়াদের কাছে বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার দরজা আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে। 

You might also like!