kolkata

1 year ago

kalighater Kaku:অবশেষে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ, একই বাক্য বলানো হল বারবার

Sujay Krishna Bhadra (File Picture)
Sujay Krishna Bhadra (File Picture)

 

কলকাতা, ৪ জানুয়ারি: অবশেষে ''কালীঘাটের কাকু’ হিসেবে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। বুধবার রাতে প্রায় পাঁচ মাস পরে সুজয়কৃষ্ণকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে আলাদা ঘরে নিয়ে গিয়ে একই বাক্য বার বার ধরে বলানো হয়। সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার ভোররাত ৩.২০ মিনিট নাগাদ সুজয়কৃষ্ণকে ফের ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে ফিরিয়ে আনা হয়।

বুধবার রাতে হঠাৎই এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের সামনে এসে পৌঁছয় ইএসআই হাসপাতালের অ্যাম্বুল্যান্স। হাসপাতালের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। ইডি আধিকারিকেরাও এসএসকেএমে পৌঁছন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর রাতে দেখা যায়, এসএসকেএমের হৃদরোগ বিভাগের কেবিন থেকে বার করা হয়েছে সুজয়কে। চাদর মুড়ি দিয়ে ছিলেন সুজয়কৃষ্ণ। মুখে ছিল মাস্ক। রাতেই শারীরিক পরীক্ষায় ফিট সার্টিফিকেট পাওয়ার পরই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্ৰহ করা হয়। সূত্রের খবর, তিনটি বাক্যে কথা বলতে বলা হয় সুজয়কৃষ্ণকে। সাউন্ড প্রুফ ঘরে তিনটি বাক্য একাধিক বলতে শোনা যায় কাকুকে।


You might also like!