kolkata

1 year ago

The art of wall writing is disappearing:পোস্টার-ব্যানারেই অত্যধিক প্রচার; হারিয়ে যাচ্ছে দেওয়াল লিখন শিল্প, আক্ষেপ শিল্পীদের

The art of wall writing is disappearing
The art of wall writing is disappearing

 

কলকাতা, ২৯ মার্চ : অনেক দিনই হল, বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, চলছে জোরকদমে নির্বাচনী প্রচারও। যার অন্যতম মাধ্যম দেওয়াল লিখন। কিন্তু, সোশ্যাল মিডিয়ার ভিড়, পোস্টার-ব্যানারের দাপটে কিছুটা হলেও ফিঁকে হয়েছে দেওয়াল লিখনের কাজ। ভোট আসলেই দিকে দিকে নজরে পড়ে রঙিন দেওয়াল। কোথাও ছড়া, আবার কোথাও ব্যাঙ্গাত্মক সুরে দেওয়াল লিখন দেখা যায়।

তা দলের চিহ্নই হোক কিংবা প্রার্থীর নামে দেওয়াল লিখন, চাহিদা এখনও রয়েছে। এরই মধ্যে দেওয়াল লিখন শিল্পীদের আক্ষেপ, অদূর ভবিষ্যতে হয়তো হারিয়ে যে‌তে বসেছে দেওয়াল লিখন শিল্প। যেহেতু বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে এই কাজে। আবার পোস্টার-ব্যানারেই ভরসা অনেকের, তবুও এবারও ভোট আসতেই খোঁজ পড়েছে দেওয়াল লিখন শিল্পীদের। বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে দেওয়াল লিখনেও। আবার বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে এই কাজে, আক্ষেপ দেওয়াল লিখন শিল্পীদের।


You might also like!