কলকাতা, ৫ এপ্রিল : কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ। এদিন গরম ও অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।
শুক্রবার ও শনিবার ‘হিটওয়েভ অ্যালার্ট’ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক ও গরম আবহাওয়া শনিবার পর্যন্ত থাকবে বলে জানা গেছে। তবে রবি ও সোমবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস।